শান্তি কর্মকান্ড:
যে সমস্ত পন্থা অবলম্বন করিয়া রোগব্যাধি , কুকৃতা, গ্রহাদি দোষ ইত্যাদির নিবারন করা যায় তাহাকে শান্তি কর্ম বলে। মানুষের শান্তিকরনের নিমিত্ত্বে মন্ত্রজপ, যন্ত্রপ্রোয়গ, হোম, ঝারফুক, ভেষজ ঔষুধ, জড়ি-বুটি ইত্যাদি দ্বারা ক্রিয়া নিস্পন্ন হয়।
যে সমস্ত পন্থা অবলম্বন করিয়া রোগব্যাধি , কুকৃতা, গ্রহাদি দোষ ইত্যাদির নিবারন করা যায় তাহাকে শান্তি কর্ম বলে। মানুষের শান্তিকরনের নিমিত্ত্বে মন্ত্রজপ, যন্ত্রপ্রোয়গ, হোম, ঝারফুক, ভেষজ ঔষুধ, জড়ি-বুটি ইত্যাদি দ্বারা ক্রিয়া নিস্পন্ন হয়।
সুপ্রিয় ভিজিটর ভাই ও বোনেরা
উত্তরমুছুনএই প্রতিষ্ঠানের সার্ভিস গুলো নিয়ে যদি আপনারা সমস্যা হতে মুক্তি না পান তবে নিচের প্রতিষ্ঠান গুলো থেকে সার্ভিস নিতে পারেন। কারন আমি নিচের প্রতিষ্ঠান গুলো থেকে কয়েকটা সার্ভিস নিয়ে অনেক ভালো আছি। তাই আপনাদের সহযোগীতা করার চেষ্ঠা করলাম।
মন্ত্র তন্ত্র+তন্ত্র গুরু
মন্ত্র গুরু
আত্মশক্তির উৎঘাটন
গুনমান কবিরাজ