দেহ রক্ষা মন্ত্র (হিন্দু রিতি) মন্ত্রঃ আ পর ব্রহ্ম পরমাত্ননে নমঃ মম শরীর। পাহি-পাহি কুরু-কুরু স্বাহা।” বিধিঃ উপরোক্ত মন্ত্রকে ১০৮ বার জপ করে সিদ্ধ করে নিতে হবে। এরপর যে কোন সিদ্ধির প্রথমে উপরোক্ত মন্ত্র পড়ে দেহরক্ষা করতে হবে। শত্রু, তান্ত্রিক ইত্যাদি থেকে নিজ দেহ রক্ষার জন্য এই মন্ত্র পড়ে দেহ বাঁধতে হয় যাতে অন্যের দেওয়া মন্ত্র তার উপর কার্যকর না হয়।
সুপ্রিয় ভিজিটর ভাই ও বোনেরা
উত্তরমুছুনএই প্রতিষ্ঠানের সার্ভিস গুলো নিয়ে যদি আপনারা সমস্যা হতে মুক্তি না পান তবে নিচের প্রতিষ্ঠান গুলো থেকে সার্ভিস নিতে পারেন। কারন আমি নিচের প্রতিষ্ঠান গুলো থেকে কয়েকটা সার্ভিস নিয়ে অনেক ভালো আছি। তাই আপনাদের সহযোগীতা করার চেষ্ঠা করলাম।
মন্ত্র তন্ত্র+তন্ত্র গুরু
মন্ত্র গুরু
আত্মশক্তির উৎঘাটন
গুনমান কবিরাজ
কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে
উত্তরমুছুন